ছলা - কলা
💙💚💛💜
কাল সারা রাতই দু চোখে
কিছুতেই ঘুম এলো না
মনটা কেবল উরু উরু
কখন দেখা হবে শুধু এই ভাবনা।
💙💚💛💜
তোমার রূপের আগুনেতে
আমি বিভোর হয়ে গেছি
বেশতো ভালোই ছিলাম
তবে কি ভুল পথে পা দিয়েছি।
💙💚💛💜
বাসবো ভালো রাখবো বুকে করে
প্রেমের আগে সবাই বলে
প্রেম যখনি পুরানো হয়
তখনি অনেক কথাই যায় ভুলে।
💙💚💛💜
ভালোবাসি তোমায় আমি
বলেছি বারংবার
যদি না হও তুমি আমার
তাহলে দুচোখে দেখবো অন্ধকার।
💙💚💛💜
নেশা না করেই আমি সখী
হয়ে গেছি মাতাল
বেঘোরে ভুল বকি আমি
কোথায় আছো দাও না দেখা।
💙💚💛💜
তোমার আসার আশাতে
বসে আছি এই রাতে
তবু তুমি এলে না
প্রেমের খেলা খেললে আমার সাথে।
💙💚💛💜
অনেক কথা বলার আছে
শুনবে কি আমার কথা
না কি ভুল বুঝে যাবে চলে
বুকে দিয়ে একরাশ ব্যাথা।
💙💚💛💜
মন নিয়ে করতে খেলা
অনেক বন্ধুই চায়
ভালোবাসার গল্প বলে
অনেকেই পালায়।
💙💚💛💜
অনেক ভালোবাসবো তোমায়
এই পূর্ণিমারই রাতে
চিরটাকাল থাকবে তুমি
আমার হয়ে আমার সাথে।
💙💚💛💜
এই তো হেথায় কুঞ্জছায়ায়
বসে একা একা
কখন এসে দেবে তুমি দেখা
ওগো আমার প্রাণসখা।
💙💚💛💜
তোমার আশায় বসে আছি
তুমি আসবে বলে
তোমার দেখা নাই বন্ধু
গেছ তুমি ভুলে।
💙💚💛💜
ভালোবাসা নিয়ে করোনা খেলা
পাবে শেষে অবহেলা
ভেবোনা অবলা নারী বলে
করবে তুমি হেলাফেলা।
💙💚💛💜
ভেবোনা এমনি করে
গাছের ফল পেড়ে নেবে
গাছের গোড়ায় ঢালো জল
তবেই তো পাবে ফল।
💙💚💛💜
মেয়েরা নয় হাতের মোওয়া
কিনলেই পাওয়া যায়
নিজের করে পেতে হলে
মনের ভিতর ঢুকতে হয়।
💙💚💛💜