প্রেমের ছড়া
💙💚💛💜
তোমার
সঙ্গে দেখা হবে
আজ না হয় কাল,
তুমি আমার সঙ্গী
হবে
থাকবে চিরকাল।
💙💚💛💜
দিন
গুণী আশায় আশায়
রাত যে কাটে না
মনোহরা ভ্রমরা হয়ে
পাশে এসো না।
💙💚💛💜
দিনের
রাখাল অনেক আছে
রাতের রাখাল কই
বিছানায় শুয়ে তোমার ছবি আঁকি
কষ্ট যে গো সই।
💙💚💛💜
হাতের
ব্যাথা পায়ের ব্যাথা
টিপলে আরাম হয়
বুকের ব্যাথা মনের ব্যাথা
কমবে কিসে বল না উপায়
💙💚💛💜
ছোট্ট
বুকে বড়ো আশা
তাই নিয়ে বেঁচে আছি,
সোনা দানা যতই থাকুক
প্রেম আছে তাই আমরা আছি।
💙💚💛💜
দিন
যায় রাত যায়
কথা না ফুরায়
একা তোমায় কাছে পেয়ে
প্রাণ যে ভরে যায়।
💙💚💛💜
প্রথম
দেখায় এতখানি
স্বপ্নেও ভাবিনি
ভয় ছিল হতাশ হবো
এ যে দেখি প্রেমসাগরের মহারানী।
💙💚💛💜
অভিমানী
প্রিয়া আমার
দূরে থেকো না
কাছে আসে দাওনা চুমা
প্রাণটা ভরাও না।
💙💚💛💜
রিম
ঝিম ঝিম বৃষ্টি ঝরে
বাকি সারা রাত
তোমার ভালোবাসা পেয়ে আমি
হলাম কুপোকাত।
💙💚💛💜
খুশির
হাওয়া প্রাণের ছোঁয়ায়
মনটা যে দোলায়
ভালোলাগেনা কোনো কাজে
মন যে শুধু চায় গো তোমায়
💙💚💛💜
একা
একা থাকতে হবে
বলো আরো কতো দিন
কাছে এসে দাওনা ধরা
মনটা হোক রঙিন।
💙💚💛💜
তোমার
আমার প্রেম দেখে
যে বন্ধুরা সব হিংসে শুধু করে
বলে সবাই আমরা নাকি
লায়লা মজনু আবার এসেছি ঘুরে।
💙💚💛💜
তুমি
আমার মনের রাজা
আমি তোমার রানী
তোমার হাতেই ভাগ্য আমার
এই কথাটাই মানি।
💙💚💛💜
তুমি
আমায় ভালোবাসায়
মনপ্রাণ দিয়েছো ভরিয়ে
আমার যা আছে সব কিছু
তোমায় দেবো উজাড় করে।
💙💚💛💜
হাজার
ফুলের মধ্যে তুমি
আমার ফুলমনি
হাতে রেখে হাত কথা দাও
ছেড়ে যাবে না কোনদিনই।
💙💚💛💜
ভালোবাসার
দড়ি দিয়ে
বাঁধলে আমায় আগামোড়া
বলো না গো প্রিয়ে তুমি
কবে এসে দেবে ধরা।
💙💚💛💜
বলতে
আমি পারি না যে
তোমায় ভালোবাসি
বুঝে নিতে পারো না বন্ধু
দেখে মুখের হাসি।
💙💚💛💜
প্রেম
তো করা যায় না গো সই
প্রেম যে হয়ে যায়
মনে প্রাণে থাকলে দরদ
তবেই বোঝা যায়।
💙💚💛💜
তুমি
আমি আমরা দুজন
ছিলাম তো অজানা
কি করে এলাম কাছাকাছি
সে তো জানি না।
💙💚💛💜
ভাবিনি
তো কখনো
এমন দিন ঠিক কবে আসবে
সোহাগে আদরে আমার হৃদয়টা
ভরাবে এভাবে।
💙💚💛💜
সহিতে
পারি না গো
মনেরই যাতনা
কাছে এসে পূরণ করো
আমার সব কামনা।
💙💚💛💜
মিষ্টি
কথা মিষ্টি হাসি
মিষ্টি কচি শশা
বিয়ের আগে ভালোলাগা
এমনি ভালোবাসা
💙💚💛💜
ওগো
সাথী গো
স্বপ্ন গো সাথী নিয়ে
বল গো চলেছো কোথায়
ভরাবে কি আমার হিঁয়ে।
💙💚💛💜
আমি
যে দীপক রাগ
জ্বলে উঠতে পারি যখনি তখনি
মেঘমল্লার হয়ে আমার জীবন
শীতল করে দেবে কি এখনি।
💙💚💛💜
নাচতে
নেমে ঘোমটা দিয়ে
করো কেন লাজ
এখনি তো খুলতে হবে
তোমার সাজ পোশাক।
💙💚💛💜
এই
তো আমি এখানে আছি
দেখোনা চোখ চেয়ে
ছোট্ট তরীর হালটি ধরে
বইতে পারবে কি ওগো ভিনদেশী মেয়ে।
💙💚💛💜
প্রেমনগরে
যাবো আমি
আছি যে দাঁড়িয়ে
প্রেমের গাড়ি আসবে কখন
নিয়ে যাবে চাপিয়ে।
💙💚💛💜
দুটি
পাখি দুটি তীরে
তুমি আমি একই নীড়ে
করছি প্রেমালাপ
দুচোখে হাজার সোনালী স্বপ্ন ঘিরে।
💙💚💛💜
তুমি
আর আমি
আমরা দুজন
এসো একই সুরে
গায় প্রেমেরই জয়গান।
💙💚💛💜
তুমি
আর আমি
নদীর তীরে বসে দুজনা
তুমি আমি মুখোমুখি
শুধু স্বপ্নেরই জাল বোনা।
💙💚💛💜
আজ
তবে এই টুকু
বাকি কথা কাল
কথা দিলাম তোমার জীবন তরীর
ধরবো আমি হাল।
💙💚💛💜
আমার
মনের মনিকোঠায়
কেবল তোমার ছবি আঁকা
তুমি ছাড়া আমার জীবন
কাঁদবে একা একা।
💙💚💛💜
ওগো
আর মন
সয়না দেরি প্রিয়তম
হৃদয় ভরিয়ে দাও
তোমার ভালোবাসায় মম।
💙💚💛💜
এক
দুই তিন
এলো খুশির দিন
মনেতে মন মিশেছে
এখন দুজনাতে রঙিন।
💙💚💛💜
অভিমান
করে যাবে
কোথায় বলোনা সুন্দরী
মান ভাঙিয়ে কাছে আনার
জানি কারিগরি।
💙💚💛💜
কোথায়
আছো তুমি কত দূরে
এসো না আমার ঘরে
গা ছাওনা খুলে দিলাম
নাওনা লুঠ করে।
💙💚💛💜
মন্দ
বলে বলুক লোকে
কি এসে যায় তাতে
তোমার আমার প্রেম
কমবে না বাড়বে বরং এতে।
💙💚💛💜
রাত
দুটো বেজে গেলো
ঘুম আসেনা চোখে
মনের আমার আশ মিটেনা
তোমার মুখ দেখে।
💙💚💛💜
ভালোবাসা
আমাকে ভিখারি করেছে
তোমাকে করেছে রানী
তোমার আমার এই প্রেম
অমর হয়ে রবে এই মোর বাণী।
💙💚💛💜
ছোট্ট
বুকে অনেক প্রেম
অনেক ভালোবাসা
প্রেম আছে তাই পৃথিবীতে
মানুষেরই বাঁচা।
💙💚💛💜
কথাতেই
কথা বাড়ে
জলে বাড়ে জল
প্রেম চিরমধুর যেন
কাঁচা মিঠে ফল।
💙💚💛💜
এই
জীবনটাকে আমি
শূন্যে পারি দিতে উড়িয়ে
তুমি শুধু কাছে যদি
থাকো চিরসাথী হয়ে।
💙💚💛💜
আমার
মন রয়না ঘরে
রইতে একা চায়না
দিনের পর দিনই দাও
বুঝতে আমায় চাওনা।
💙💚💛💜
কবিতা
লিখেছি তোমাকে
শোনাবো আজ তোমায়
উৎসাহ চাই না
জড়িয়ে ধরে চুমা দিও আমায়।
💙💚💛💜
মনের
আমার অসুখ ভারী
সারবে কেমন করে
প্রেম রোগেতে ধরেছে আমায়
এবার বুঝি যাবো মরে।
💙💚💛💜