💙💚💛💜
আমার কাছে এসো
ওগো প্রিয় মনোরমা
তোমাকে দেবো আমি
মিষ্টি একটি চুমা।
💙💚💛💜
জুড়িয়ে দেবে কি তুমি
আমার মনেরই জ্বালা
কবে আসবে শুভ দিন
পড়াবো তোমার গলে মালা।
💙💚💛💜
নেই তুমি মোর কাছে
তুমি ছাড়া কে আমার আছে
কোন কিছু ভালো লাগে না
পাগল মন বুঝিতে চাহে না।
💙💚💛💜
আমি যে এতো ভালোবাসি
তা কি তুমি বোঝোনা
তবু তুমি দূরে থাকো
করো শুধু ছলনা।
💙💚💛💜
বিরহের জীবন যন্ত্রনা
কিছুতেই প্রাণে সয়না
কেন তুমি ভুলে আছো
কাছে মোর এসো না।
💙💚💛💜
তোমারই আশায় আমি
শুধু দিন গুনে যাই
এসো ওগো প্রাণ প্রিয়ে
আনন্দের সাগরে ভেসে বেড়াই।
💙💚💛💜
বাহুডোরে বাঁধবো তোমায়
রাখবো বুকে জড়িয়ে ধরে
কবে আসি হাতটি ধরে
আমায় নেবে আপন করে।
💙💚💛💜
প্রাণে সহেনা যাতনা
এ কথা কারে কহি বল না
যার জন্য এত যাতনা
সে যে পাষান কিছু বোঝে না।
💙💚💛💜
জীবন বন্দি করে রাখবো তোমায়
সারা জনম ধরে
ছাড়া তোমি পাবে
নাকো
আলোয় দেব ভরে।
💙💚💛💜
কতো দিন পরে এলে
এতদিন ছিলে কি ভুলে
আমি কি এতই খারাপ
সরি
💙💚💛💜
তুমি আর আমি
শুধু আমরা দুজনায়
ভাসিয়ে দেব প্রেমের ডিঙা
মাঝ দরিয়ায়।
💙💚💛💜
একা একা আর কোন কিছুই
কেন জানি ভালো লাগে না
কি করি ভেবে না পাই
ওগো সাথী তুমি বলো না।
💙💚💛💜
কেন এসেছিলে প্রিয়
কেন বেসেছিলে ভালো
দেবে না ধরা যদি
কেন দাগা দিয়ে গেলে চলে।
💙💚💛💜
তুমি আমার স্বপ্ন সুন্দর
তারা ভরা আকাশ
পাখির কুজনে পাই
প্রেমেরই আভাষ।
💙💚💛💜
ভালো বাসা দিয়ে গেলাম
ভালো বাসা পেলাম না
বুঝিনি তো আগে আমি
করে যাবে শুধু ছলনা।
💙💚💛💜
একটাই চাঁদ আকাশেতে
ভরে দেয় জোছনায়
আমার মনের আকাশে
সাজিয়ে দেবে হাজার তারায়।
💙💚💛💜
ওগো বেহিসেবি জীবনে আমার
কি সুধা দিয়া গেলে ঢেলে
মনে হয় আনন্দেতে ভেসে যাই
পাখির মত পাখনা
মেলে।
💙💚💛💜
আরো আরো আরো চাই তোমাকে
তুমি কি সব কিছু দেবে আমাকে
নেবো আমি সকলই তোমার ভার
কথা দাও তুমি আমার শুধু আমার।
💙💚💛💜
তুমি কি আমায় নিয়ে
এখনও দেখো স্বপন
আমি তো তোমারি ছিলাম
কেন ভরালে জলে দু নয়ন।
💙💚💛💜
ভেবেছি অনেক তোমাকে নিয়ে
ভরাবো আমার হিয়ে
কাছে এসে ভালোবাসো
ওগো আমার পরাণ প্রিয়ে।
💙💚💛💜
এই তো আমি এলাম
মন আমার সোঁপে দিলাম
নাও গো আপন করে
দিলাম সব উজাড় করে।
💙💚💛💜
এই তো সেদিন পরিচয়
তারপরে মন বিনিময়
দূরে দূরে দুজনে ছিলাম
এখন নিবিড় করে দুজনে দুজনকে পেলাম।
💙💚💛💜
এতো ভালোবাসলে কেন
কি দেখলে আমারে
পারবো কি দিতে সুখ
তোমার জীবন ভরে।
💙💚💛💜
না গো না বোলো না
তোমাকে ছাড়া বাঁচবো না
আমি যে তোমার শুধু
ওগো আর কারো না।
💙💚💛💜
রাত কাটলেই দিন
হয়তো চিরদিন
থাকোনা যখন তুমি
কাটে না তো দিন।
💙💚💛💜
বনে বনে লেগেছে দোলা
এলো বুঝি ফাগুন
তাই তো আমার মনে
লেগে গেছে আগুন।
💙💚💛💜
অনেক কথাই বুঝে নিতে হয়
সবতো মুখে বলা যায় না
মনের কথাই আসল কথা
মন ছাড়া আর কেউ বোঝে না।
💙💚💛💜
ও গো দরদী কন্যে
বলো কি করি তোমার জন্যে
তুমি এলে আমার জীবনে
আমি হবো যে ধন্যে।
💙💚💛💜
প্রেমেরই সাগরে আমি
সাঁতার কাটিতে চাই
তোমার মনের সাগরে
ডুব দিয়ে কুল যেন পাই।
💙💚💛💜
হায় হায় একি হলো জানিনা
এ জীবনে তোমাকে পাবো কি পাবো না
তুমি যে আমার হৃদয়েরই মাঝখানে
ব্যাথা দিয়ে গেলে আনমনে।
💙💚💛💜
এই তো এসেছো তুমি
আমার অনেক কাছে
মনেতে তাই দোলা লাগে
শরীরে শিহরণ জাগে।
💙💚💛💜
কথা হয়েছিল আসবে বলে
আমি এসেছি এখানে চলে
এখানে সবাই এসেছে শুধু
কথা দিয়ে আসতে তুমি গেলে ভুলে।
💙💚💛💜
আমার মনের আকাশে
তুমি যে গো শুকতারা
তুমি ছাড়া আমার কে আছে আর
আমাকে কখনও করোনা ছাড়া।
💙💚💛💜
এখুনি বিদায় বলো না গো
ওগো মোর প্রিয়তম
আরো কিছুক্ষন থাকো কাছে
জুড়িয়ে যাক হৃদয় মম।
💙💚💛💜
এবার তাহলে আমি যাই
আবার এসব কাল
এমনি করেই হৃদয়ে জ্বেলে আলো
ধরলাম জীবন তরীর হাল।
💙💚💛💜
প্রেমতো সবাই করে ওগো
আসল প্রেমিক বলো হয় ক-জন
জীবন নিয়ে খেলে অনেকেই
প্রেমের মর্যাদা দেয় যে সেতো সত্যি সুজন।
💙💚💛💜
লক্ষীটি দোহাই তোমায়
এমনটি আর করো না
লোকে দেখলে বলবে যা তা
তা আমি সইতে পারবো না।
💙💚💛💜
আমি তো তোমারই শুধু
সাথী অন্য কারো না
আমার যা কিছু আছে
সবই তোমার তুমি দুহাত ভরে নাও না।
💙💚💛💜
কি দিয়ে সাজাবো তোমায়
নেই তো কিছু আমার
কেবল আছে উদার মন
তাই দেবো উপহার।
💙💚💛💜
চাইনি তোমার কাছে অন্য কিছুই
হৃদয় জুড়ে ভালোবেসো আমায়
তাহলেই ধন্য হবে জীবন মোদের
অর্থ প্রতি পত্তির প্রয়োজন নাই।
💙💚💛💜
ও আমার প্রাণ সজনী
প্রেমের কি মহিমা জানি
দূরে ছিলে কাছে এলে
জীবনের পাত্র প্রেমে ভরিয়ে দিলে।
💙💚💛💜
যেতে নাহি দেবো আজকে তোমায়
বাঁধবো মিলনের বাহুডোরে
দেখি কি করে যাও তুমি
আমার ভালোবাসা ছেড়ে।
💙💚💛💜
কি মায়ার বন্ধনে মোরে বাঁধিলে
হৃদয় সাগরে তুমি ডোবালে
কোন কাজে আর নাহি লাগে মন
বলোনা সখী কি করি এখন।
💙💚💛💜
ভালোবাসা দিয়ে মন করা যায় জয়
মন যদি না থাকে তবে পরাজয়
হিরে জহরত সোনার গহনায়
প্রেম নাহি যে গো কেনা যায়।
💙💚💛💜
এক পলকের একটু দেখায়
আভাসে ইশারায় বোঝালে আমায়
ঠোঁট দুটিতে হালকা হাসি
বোঝালে আমায় ভালোবাসি।
💙💚💛💜
তোমারই মনের পদ্মবনে
ফোটাতে চাই ফুল
কথা দাও অকারণে কোনোদিন
বুঝবে না তো ভুল।
💙💚💛💜
রাঙা ঠোঁটে রাঙা হাসি
দেখতে যে ভালোবাসি
রাঙাতে চাই যে তোমারি মন
তুমি কি হবে মোর একান্ত আপন।
💙💚💛💜
তোমার চলার পথে চিরদিন সাথী হবো
দুঃখ সুখের ভাগ সমান নেবো
হাতে হাত ধরি দুজনেতে ঘুরি
ছোট্ট একটা নীড় নেবো গড়ি।
💙💚💛💜
আলোকে আলোকময়
করোগো সাথী আমায়
বিঘ্ন বাধা বিপদ কাটি , হবো যে প্রেমের জুটি
তোমার আমার প্রেম যেন বৃথা নাহি হয়।
💙💚💛💜
তোমার জন্য প্রিয় গেঁথেছি মালা
পড়াবো তোমার গলে
বরণ করে আনবো ঘরে
আমার এ পর্ণ কুটিরে।
💙💚💛💜
তুমি কি এখনো থাকবে দূরে
বাঁধবে আমায় কবে বাহুডোরে
কেন যে ধরা নাহি দাও
বল না আমায় তুমি কি চাও।
💙💚💛💜
তুমি আর আগের মত
আমাকে বাসনা ভালো
ভুল কি বুঝলে আমায়
তাই যদি তবে মোর দোষটা কোথায়।
💙💚💛💜
আমার সব ভালোবাসা
নাও তুমি প্রাণ ভরে নাও
আমার দেহে ও মনে পরশ দিয়ে
দাও ভরিয়ে দাও।
💙💚💛💜