প্রেমের মিষ্টি শায়েরী
💙💚💛💜
প্রথম যেদিন হলো দেখা ওগো প্রাণেশ্বর
সেই দিনেতেই
মনে আমার তুললে তুফান ঝড়।
তোমায় দেখে
আনন্দেতে ফিরে এলাম ঘরে
দুচোখে ঘুম
উড়ে গেল শুধু তোমার কথা মনে পড়ে।
💙💚💛💜
তোমার সাথে দেখা যখন কলেজের গেটেতে
মনটি আমার
উঠলো ভরে খুবেই আনন্দেতে
চোখে চোখে
হলো কথা মুচকি হাসি দিলে
বুঝে নিলাম
মনে আমি তুমি গেছ ঢলে।
💙💚💛💜
বাড়ি ফেরার পথে যখন হলো দেখা
একা তোমায়
পেয়ে গিয়ে অনেক হলো কথা
কত কথা হলো
তবু বাকি থেকে গেল অনেক কথা
দুদিনেতেই
জমে গেলো ভালোবাসার কথা।
💙💚💛💜
আজ তাহলে ফিরি চলো যে যার ঘরেতে
কাল তাহলে
করবো দেখা তুমি আমি এইখানেতে
মনের মতো
সঙ্গী হয়ে থাকবো মোরা দুজন
তুমি আমি
নতুন করে গাইবো প্রেমের জয়গান।
💙💚💛💜
তোমার সঙ্গে একদিন যদি না হয় দেখা
কাজেতে মন
বসেনা সবই যেন ফাঁকা
একা একা
থাকবো নাকো বলছি তোমায় শোনো
খুব শীঘ্রই
বিয়ে করে আনবো ঘরে যেন।
💙💚💛💜
মনের এখন ভীষণ অসুখ মন রইনা ঘরে
তুমি আমার
ঘরে এসো নইলে যাবো মরে
বুঝিনি তো
এমন অসুখ ধরবে আমায় জোরে
তাড়াতাড়ি
আমায় তুমি নাওনা আপন করে।
💙💚💛💜
উতলা তুমি হয়ো না কো ওগো সুন্দরী
সিঁদুর দিয়ে
ঘোমটা ঢেকে আনবো তোমায় বাড়ি
তোমাদের বাড়ি
পাকা কথা বলতে যাবে বাবা
সবুর করো এই
কটা দিন হবে ছাতনা তলায় দেখা।
💙💚💛💜
কাজ কর্মের ফাঁকে ফাঁকে
যখন সময় হয়
মনে পরে
মুখটা তোমার
মনটা খারাপ
হয়।
💙💚💛💜
আমিও সেই একই রকম
কি করি কি
করি
প্রেমের
জ্বালায় আমি ওগো
ছটফটিয়ে মরি।
💙💚💛💜
প্রেমে এত মজা হয়
বুঝিনিতো আগে
তোমার নামে
কেউ বললে কিছু
গা জ্বলে যায় রাগে।
💙💚💛💜
💙💚💛💜
💙💚💛💜
💙💚💛💜
💙💚💛💜
মন্দ যদি বলে
বলুক
কি হবে তা
আমার
এই তো আর
কদিন পর
আমরা দুজন
বাঁধবো সুখের ঘর।
💙💚💛💜
সেই আসাতেই
গুনছি দিন
ওগো প্রিয়তম
মোর
তোমার কথা
ভাবতে ভাবতে
রাত পেরিয়ে
হয়ে গেলো ভোর।
💙💚💛💜
কত রাত জেগে
কাটবে
জানো কি
নয়নমনি
কি ভাবে যে
কাটবো সাঁতার
প্রেম সাগরে
শুধু তুমি আমিই জানি।
💙💚💛💜